শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জাপা-জামায়াতের তৎপরতা নেই

মাদারীপুরে জামায়াত ও জাতীয় পার্টির তেমন কোনো কর্মকা- চোখে পড়ে না। তবে গোপনে গোপনে জামায়াত তাদের দল গোছাচ্ছে। আর জাসদ (ইনু) এবং ওয়ার্কার্স পার্টি ও কমিউনিস্ট পার্টি টিকে আছে কোনো রকম। এ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রভাব মাদারীপুরে নেই। জাসদ বিভিন্ন দিবসভিত্তিক দু-একটি কর্মসূচি পালন করে। তবে জাসদের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। সেই মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে কর্মকা । জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান সালু বলেন, আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। শিগগিরই নতুন কমিটি করা হবে। এদিকে জাসদের অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো কর্মকা  নেই জেলায়। অপরদিকে ওয়ার্কার্স পার্টির কমিটির মেয়াদও শেষ হয়েছে অনেক আগেই। সেখানেও রয়েছে গ্রুপিং। যুবমৈত্রীর সাবেক সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য শহিদুল কবির খোকন দু-একটি ঘরোয়া দলীয় কর্মসূচি পালন করলেও অন্য গ্রুপের কর্মসূচি নেই জেলায়। তেল গ্যাস ও দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দু-একটি কর্মসূচি পালন করে কমিউনিস্ট পার্টি।

সর্বশেষ খবর