শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
খাগড়াগড় বিস্ফোরণ

চার বাংলাদেশিসহ ১৯ জনের জেল

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ১৯ জনের সাজা ঘোষণা করেছে কলকাতার নগর দায়রা আদালত। তাদের মধ্যে ৪ বাংলাদেশি নাগরিকসহ ৬ জনকে  ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। বাকি ১০ জনের ৮ বছর ও তিন জনের ৬ বছর করে সাজা হয়েছে।

গতকাল বিকাল ৫টায় এ রায় ঘোষণা করেন এনআইএ’এর বিশেষ আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। আসামিদের মধ্যে ৪ বাংলাদেশি হলেন শেখ রহমতুল্লা ওরফে সাজিদ, তারিকুল ইসলাম ওরফে সাদিক, লিয়াকত আলি প্রামাণিক ওরফে রফিক ওরফে মহম্মদ রুবেল এবং হাবিবুর রহমান ওরফে জাহিদুল ইসলাম। ১০ বছরের সাজা ছাড়াও তাদের প্রত্যেককে ২০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের  জেল দেওয়া হয়েছে। সাজার মেয়াদ শেষে প্রত্যেককেই বাংলাদেশে ফেরত পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত।

সর্বশেষ খবর