শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম ও চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রতিদিন ডেস্ক

দুই স্থানে কথিত বন্দুকযুদ্ধে গতকাল দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ মামলার এক আসামি এবং চুয়াডাঙ্গায় এক মাদক ব্যবসায়ী রয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইরান নামে এক জলদস্যু নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে  হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় দশের অধিক মামলা রয়েছে। গতকাল সকালে বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইরান জলদস্যু জাকির বাহিনীর সদস্য। র‌্যাব-৭ সহকারী পরিচালক মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চাম্বল এলাকায় অভিযান চালায় র‌্যাব। তখন জলদস্যুরা অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইরানের লাশ উদ্ধার করা হয়। গোলাগুলির পর সেখানে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ বিভিন্ন ধরনের ১৩টি আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড গুলি পাওয়া যায়। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পুলিশ ও দুই দল মাদক ব্যবসায়ীর ত্রিমুখী বন্দুকযুদ্ধে রোকনুজ্জামান রোকন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রাত আড়াইটার দিকে গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি (আগ্নেয়াস্ত্র), দুটি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকনুজ্জামান রোকন দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, জয়রামপুর কাঁঠালতলা এলাকার একটি বাঁশবাগানে আধিপত্য নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। শুরু হয় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধ। প্রায় আধা ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে। রোকনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত রোকনের নামে পুলিশের ওপর হামলা মামলা, মাদক, চোরাচালান, ডাকাতি, অপহরণসহ ১০টি মামলা রয়েছে।

সর্বশেষ খবর