রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

একই কক্ষে তিন শিশুর মৃত্যুর কী রহস্য

পুলিশ বলছে, কেমিক্যাল রিঅ্যাকশনে হতে পারে

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে ইমামের পুত্রসহ তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু ব্যাটারি থেকে কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে হতে পারে বলে মনে করছেন পুলিশ সুপার জিহাদুল কবির। তিনি জানান, মৃতদেহ উদ্ধারের ঘটনায় কিছু আলামত জব্দ করা হয়েছে। এখনো চূড়ান্ত করে কিছুই বলা যাচ্ছে না। তবে পুলিশ ও সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শ্বাস নিতে না পারায় তাদের মৃত্যু হতে পারে। এ ঘটনায় মতলব থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির আরও বলেন, ‘ওখানে হয়তো কোনো স্যাফোলেশন হতে পারে। আমাদের প্রাথমিক ধারণা, ওই কক্ষে যে ব্যাটারি ছিল সে ব্যাটারি থেকে কোনো কারণে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যদি হাইড্রোজেন সালফাইড বা অন্য কোনো কেমিক্যালের উৎপাদন বা কার্বনডাই অক্সাইড উৎপাদন বেশি হয়ে যায়- সেক্ষেত্রে অক্সিজেনের ডেফিসেন্সি হলে অক্সিজেন নিতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এটি আমাদের প্রাথমিক ধারণা। সিআইডিও আমাদের এমন প্রাথমিক ধারণা দিয়ে গেছে।’ তিনি জানান, সিআইডি থেকে ক্রাইমসিন এনালাইসিস টিম এবং ফরেনসিক টিম এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। তারা ঢাকায় গিয়ে সেগুলো পরীক্ষা করে রিপোর্ট দেবে। সেই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্তে আসা যাবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশ, পিবিআই কাজ করছে। এ ছাড়া মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ বলেন, ৩ ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় ক্রাইম এনালাইসিস টিম ও ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা কিছু আলামত সিজ করেছে। তারা আমাদের কিছু পরামর্শ দিয়ে গেছেন, সে অনুযায়ী আমরা কাজ করছি। প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজের পর মতলবের পূর্ব কলাদি জামে ইমাম জামাল উদ্দনের কক্ষ থেকে তার ছেলে আবদুল্লাহ (৮), ভাঙ্গারপাড় মাদ্রাসার নূরানি তৃতীয় শ্রেণির ছাত্র মতলবের দশপাড়া এলাকার ইব্রাহিম (১২) ও মতলবের নলুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র রিফাত হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর