রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
গ্রুপিংয়ের রাজনীতি নড়াইলে

বিএনপির নেই তৎপরতা গোপনে সক্রিয় জামায়াত

নড়াইল প্রতিনিধি

এক সময়ের তারুণ্যে সমৃদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবম জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর নড়াইলে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। নির্বাচন পরবর্তীতে বিএনপির জেলা পর্যায়ের নেতারা স্থানীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দুর্দিনে খোঁজখবর নেননি বলে অভিযোগ রয়েছে। যে কারণে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ ও হতাশা। দীর্ঘদিন জেলা কার্যালয় বন্ধ। কেন্দ্রীয়ভাবে ঘোষিত কোনো ধরনের কর্মসূচি পালন হয় না। জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর হোসেন থাকেন ঢাকায়। সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নড়াইলে থেকেও থাকেন না। তবে সাধারণ সম্পাদক অভিযোগ করেন, পুলিশ তাদের কোনো ধরনের দলীয় কার্যক্রম করতে দেয় না। সাধারণ নেতা-কর্মীরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর একাধিক মামলা হওয়ার কারণে নেতা-কর্মীরা প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিতে দিতে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এ ছাড়াও একাধিক মামলা নিয়ে অনেক নেতা-কর্মী ফেরারি জীবনযাপন করছেন। যে কারণে নেতা-কর্মীরা এখন দলীয় কর্মকান্ডে র চেয়ে মামলাকে গুরুত্ব দিচ্ছে বেশি। গোপনে সক্রিয় জামায়াত : নবম জাতীয় সংসদ নির্বাচনের পর হরতাল-অবরোধে নড়াইলে প্রধান ভূমিকা পালন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ নড়াইল জেলা শাখা। তৎকালীন জেলা জামায়াতের সেক্রেটারি মুক্তিযোদ্ধা এনামুল হক বাচ্চুর নেতৃত্বে সফলভাবে এ হরতাল-অবরোধ পালিত হয়। এনামুল হক বাচ্চুর মৃত্যুর পর অনেকে মনে করে নড়াইলে জামায়াতের অস্তিত নেই। কিন্তু ২০১৭ সালে ভওয়াখালীতে গোপন মিটিংয়ের সময় জামায়াতের একাধিক মহিলা কর্মীকে গ্রেফতারের মাধ্যমে জামায়াতের অস্তিত্ব ধরা পড়ে। বর্তমান নড়াইলে জামায়াতের মহিলা কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় গোপন মিটিংয়ের মাধ্যমে তাদের অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী করে চলেছেন। জাপা আগের চেয়ে শক্তিশালী : একাদশ সংসদে বিরোধী দল হিসেবে নড়াইলে জাতীয় পার্টি আগের চেয়ে শক্তিশালী। জেলা  জাপা সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র স্টেডিয়াম পাড়ায় দলীয় অফিস উদ্বোধন করেছেন। পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলসহ একাধিক কার্যক্রম পালন করে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি শক্তির পরিচয় দিয়েছে।

সর্বশেষ খবর