রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

লোভের ফাঁদ

মির্জা মেহেদী তমাল

লোভের ফাঁদ

ম্যাকবুক এয়ার ল্যাপটপ মাত্র ২৫০০০ টাকা, এমন বিজ্ঞাপন দেখেই মাথা খারাপ ফারহানের। এত কম কেন? অ্যাডে আবার লেখা- ‘বিদেশ থেকে পাঠিয়েছে, ব্যবহার করতে পারি না বলে সেল করে দিচ্ছি।’ ফারহান ভেবে নিল অন্তত আর যাই হোক নষ্ট তো না, ইউজ করতে পারে না বলে সেল করে দিচ্ছে। অ্যাডের নম্বরে ফোন দিতেই এক সুকণ্ঠি মেয়ে ফোন ধরে বলল, বিদেশ থেকে গিফট দিয়েছে আঙ্কেল, ইউজ করা হয় না বলে কম দামে সেল করে দেব। ফারহান আর অত চিন্তা করল না, তাকে বলে দিল সে নেবে। মেয়েটি জানাল মগবাজার থেকে কালেক্ট করতে হবে। ভালো লাগলে ক্যাশ টাকা দিতে হবে। খুশিতে বাগবাকুম হয়ে মগবাজার গেল। ল্যাপটপ তো দূর, সঙ্গে যা ছিল সব রেখে দিল সেই অ্যাড দেওয়া ছিনতাইকারী দল। সেল-বাজারে আইফোন ৫ এর অ্যাড দেখে ফোন দিল ওমর ফারুক। দাম অনেক কম মাত্র ১৬ হাজার। লোকেশন চট্টগ্রাম। এত কম দামে পেয়ে সঙ্গে সঙ্গেই ফোন। কথা হলো, সবকিছু ঠিকঠাক। ৩০% টাকা অ্যাডভান্স, বাকিটা এস এ পরিবহনে পণ্য পেয়ে। অ্যাডভান্স দিয়ে দিল। তারপর অ্যাড উদাও, নম্বর অফ! আর আসেনি তার আইফোন ৫। রিকশায় করে ফার্মগেট থেকে নিউমার্কেটে শপিং করতে যাচ্ছিল সবুজ। হঠাৎ রিকশাওয়ালা নীরব এক জায়গায় রিকশা থামাল। ভয় পেয়ে গেল সবুজ। রিকশাওয়ালার শরীর কাঁপছে। লুঙ্গির কাছা থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে বলল এক মহিলা যাত্রী ফেলে গেছে এই গহনাটা। স্বর্ণের! ১ ভরির ওপরে হবে। রিকশাওয়ালা বলে কোনো দোকানে সেল করতে পারব না। সবুজ কিনবে কিনা? যা দেবে তা-ই নেবে। দেখে আর না করতে পারল না। পকেটে ১১ হাজার টাকা ছিল, সব দিয়ে কিনে নিল। ১১ হাজার টাকায় ৪৫ হাজার টাকার ওপরে পাবে। শপিং তো হবেই সঙ্গে একটা দামি মোবাইলও নেওয়া যাবে। নিউ মার্কেট গিয়ে জুয়েলারি দোকানে এটার দাম জিজ্ঞেস করতেই সেলস ম্যান বলে দিল আমরা ইমিটিশন কিনি না!!!

ফার্মগেটে হাঁটছে রাজীব। পথে একলোক দাঁড় করিয়ে বলল, আমার কাছে ২০ ডলার আছে, আমি ড্রাগ নেই তাই ইমার্জেন্সি টাকা দরকার। মাত্র ৫০০ টাকা দিলেই হবে। রাজীব ভাবল, নিয়ে নিই। বন্ধুর মানি একচেঞ্জ থেকে ক্যাশ করে নেব। লাভ হবে অনেক টাকা। ৫০০ টাকায় নিয়ে নিল। জিজ্ঞেস করল আর আছে কিনা। লোকটা বলল, এসব সঙ্গে নিয়ে ঘুরলে পুলিশ ধরবে, জানেনই তো টানা মাল। এক বিদেশিরে পাইছিলাম, মালদার পার্টি। ফোন নম্বর নিয়ে নিল রাজীব, বলল ওই ডলার যাতে কাউকে না দেয়, সব সে নেবে। ফোন করে জানালেই কত ডলার সে পরিমাণ টাকা নিয়ে আসবে। ওই ২০ ডলার ক্যাশ করে নিল, কোনো সমস্যা হয়নি। পরের দিন ধারটার করে ২০,০০০ হাজার টাকার মতো নিয়ে এলো, ৫০০ ডলার দেবে। এবার দাম বাড়িয়ে দিয়েছে। কারণ এখন তার নেশা নেই। রাজীব ভাবল তারপরেও প্রায় ডাবল লাভ। ফার্মগেট পার্কের সামনে দাঁড়িয়ে আছে, লোকটার দেখা নেই, মনে মনে ভাবছে লোকটা বেচে দিল কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর দূর থেকে লোকটাকে দেখা গেল। কাছে আসতেই একটা খাম ধরিয়ে বলল, পুলিশ পেছনে পড়ছে তাই টাকাটা দিয়ে কেটে পড়তে। রাজীব তাই করল। বাসায় আসার আগে খুলেও দেখেনি খামে কী আছে। কী আর হতে পারে- একগাদা কাগজ ছাড়া!  গাবতলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে কথা বলছে রাজু। বাসা থেকে ফোন দিয়েছের মা। জিজ্ঞেস করছেন- টাকা ঠিকঠাক রেখেছে কিনা। সেও মাকে জানাল- হ্যাঁ, টাকা ঠিক আছে, সাবধানেই যাচ্ছে সে। যাবে আদাবর, বোনের বাসা, সেখান থেকে পরের দিন আইডিবি থেকে ছোট ভাইয়ের জন্য ল্যাপটপ কিনবে। একটু পরেই একটা মেয়ে এলো। টুকটাক কথাবার্তায় রাজু তাকে জানাল আদাবর যাবে। মেয়েটি বলল, আমি ঢাকার তেমন কিছু চিনি না, যাব আঙ্কেলের বাসায়, বাসাটা শ্যামলীতে। কীভাবে যাব? রাজু প্রস্তাব দিল তার সঙ্গেই যেতে। শ্যামলীতে নামিয়ে দিয়ে যাবে। মেয়েটা সামনের সিএনজি দেখিয়ে প্রস্তাব দিল সিএনজিতে যাবে এবং রাজুকে ভাড়া দিতে দেবে না। হাসিমুখে রাজু মেনে নিল। ফলাফল দিনেদুপুরে পথে পিস্তল ধরে ব্যাগ, মানিব্যাগ, মোবাইলসহ যা যা ছিল রেখে নামিয়ে দিয়ে সিএনজি উধাও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর