রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সামছুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। গতকাল সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান জানান, আওয়ামী লীগ নেতা মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিকের সমর্থকরা এক মাস আগে কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি বেড়া দেয়। শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সমর্থকরা সেই বেড়া ভেঙে দেয়। এ সময় শওকত হাবিব তালুকদার লজিকের সমর্থকরা তাতে বাধা দিলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সামছুল ইসলাম নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। সামছুল ইসলাম শওকত হাবিবের সমর্থক এবং কালাই উপজেলার কুসুমসারা গ্রামের মছির উদ্দিনের ছেলে। ঘটনার পর রাতেই শওকত হাবিবের সমর্থক আব্দুল হান্নান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার সকালে শামীমসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মমিনুল হক।

সর্বশেষ খবর