সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঘর গোছানোয় ব্যস্ত আওয়ামী লীগ

নেত্রকোনায় ঘর গোছানোয় ব্যস্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জেলার ১০ উপজেলার মধ্যে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী ছাড়া অন্যগুলোতে আওয়ামী লীগের প্রভাবই চোখে পড়ে বেশি। মাঠ ঘুরে দেখা যায়, টানা তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ মাঝখানে সাংগঠনিক কাজে কিছুটা অমনোযোগী ছিল। এতে দলীয় শৃঙ্খলার অভাব দেখা দেয়। অবস্থার প্রতিকারে তারা মাঠ গোছানোর কাজ হাতে নিয়েছে। নেতারা জানান, বর্তমানে দলে কোনো কোন্দল নেই।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাজাহারুল ইসলাম জানান, জেলার ১১টি ইউনিটের মধ্যে ছয়টি ইউনিটের সম্মেলন হয়েছে। বাকি রয়েছে পাঁচটি। সেগুলোও দ্রুত করার জন্য মৌখিকভাবে তাগাদা দেওয়া হয়েছে। দু-একটি উপজেলায় ইতিমধ্যে কার্যক্রমও শুরু করেছে। নেত্রকোনা সদর, বারহাট্টা, কেন্দুয়া ও পূর্বধলা উপজেলা এবং নেত্রকোনা পৌরসভায় খুব দ্রুত সম্মেলন সম্পন্ন করা হবে।

দলের সভাপতি মতিয়র রহমান খান বলেন, নেত্রকোনা সব সময়ই আওয়ামী লীগের ঘাঁটি। তাই দলের সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত শক্তিশালী। প্রতিটি অঙ্গসংগঠনেরও কমিটি গঠন করা আছে।

সর্বশেষ খবর