সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাতীয় পার্টি আছে, থেকেও নেই জামায়াত

নেত্রকোনায় জাতীয় পার্টি আছে তাদের মতো। দল সম্পর্কে জানতে চাইলে জেলার সাধারণ সম্পাদক মান্নান খান আরজু বলেন, পার্টির চেয়ারম্যানের প্রয়াণে তারা শোকসভা করার প্রস্তুতি নিচ্ছেন। জেলার প্রতিটি উপজেলায়ই কমিটি রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক তৎপরতা দেখতে পাওয়া না গেলেও আটপাড়া উপজেলায় একটি কমিটি থাকার খবর পাওয়া গেছে।

জেলার বাম দলগুলোর মধ্যে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম থাকলেও মূল দলের নেই কোনো তৎপরতা। জেলা সিপিবি সভাপতি অধ্যাপক মোস্তফা কামালের মৃত্যুর পর কার্যক্রমও নেই দলটির। তবে ছাত্র ইউনিয়ন রয়েছে মাঠেই। তারা দলীয় কার্যক্রমে বড় দলের সাপোর্ট না পাওয়ায় বেশি এগোতে পারছে না। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মিথুন শর্মা অভি বলেন, আমাদের ১৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি, শহর কমিটি ও চারটি উপজেলা কমিটি রয়েছে। সবখানে আমাদের কর্মীরা তৎপর। তবে দুর্গাপুর ছাড়া জেলায় কমিউনিস্ট পার্টির কোনো কার্যক্রম নেই।

সর্বশেষ খবর