সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিতাসে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তিতাসে নৌকাবাইচ

ঐতিহ্যবাহী তিতাস নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নদীর দুই পাড়ে উৎসবে মেতে ওঠেন লাখো মানুষ। গতকাল বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১১ বছর পর জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জের নিকলী থেকে মোট ১৩টি দল তাদের সুসজ্জিত নৌকা আর রং বে-রঙের বাহারি পোশাক পরে এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালি গান আর পানিতে বৈঠা ফেলার ছপ ছপ শব্দে এ সময় নদী ও মানুষ একাকার হয়ে যান। বিকাল সাড়ে ৩টার দিকে শহরের দক্ষিণ প্রান্তের শিমরাইলকান্দি নদী ঘাট এলাকায় বাইচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন।  প্রায় তিন কিলোমিটার দূরত্বে গিয়ে মেড্ডার কালা গাজীর মাজার এলাকায় গিয়ে শেষ হয় নৌকাবাইচ। জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র আ ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকারী সরাইল উপজেলার ওসমান উল্লাহর দলকে ১৩ সেফটি ফ্রিজ ও নগদ ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী নাসিরনগরের হরিপুর ইউনিয়নের দেওয়ান আতিকুর রহমান আঁখির দলকে ৪০ ইঞ্চি সনি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অধিকারী নবীনগরের মোর্শেদুল ইসলাম লিটনের দলকে ২০ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলকে নগদ ২০ হাজার টাকা ও একটি ওভেন প্রদান করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর