সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আষাঢ়স্য প্রথম দিবসে

সাংস্কৃতিক প্রতিবেদক

আষাঢ়স্য প্রথম দিবসে

নাটকের দল থিয়েটার ফ্যাক্টরি শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে কবি কালিদাসের জীবনকাহিনীর নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। নাটকটিতে শিল্পের সঙ্গে ক্ষমতার দূরত্ব ও দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। এটি ছিল নিয়মিত প্রযোজনার দ্বিতীয় প্রদর্শনী। ভারতীয় নাট্যকার মোহন রাকেশ রচিত এই নাটকটির অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। অলোক বসু নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, হাসানুজ্জামান খান, আর কে এম মোহসেন, সুমন ম-ল বানি, অলোক বসু, হাসানুজ্জামান, মিশাল, সমাপ্ত, সুরভী রায়, মাসরুরা শারমীন, কৃপা, জুয়েল, মোহসীন, হাসান, সুমন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর