শিরোনাম
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাসপাতালে এখনো ৪২৫৪ ডেঙ্গু রোগী

প্রতিদিন ডেস্ক

হাসপাতালে এখনো ৪২৫৪ ডেঙ্গু রোগী

ডেঙ্গুর প্রকোপ কমে এলেও দেশের বিভিন্ন হাসপাতালে এখনো ৪ হাজার ২৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। সাভার প্রতিনিধি জানিয়েছেন, ডেঙ্গু নিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান জানান, শনিবার বিকাল থেকে খাদিজা আক্তার (৪২) নামে ওই নারী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে তার মৃত্যু হয়। খাদিজার বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায়। তিনি স্বামী হাবিবুর রহমানের সঙ্গে সাভার পৌর এলাকার ছায়াবীথি এলাকায় থাকতেন। আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর বলেন, গত ২৬ অগাস্ট তার স্ত্রী জ্বরে আক্রান্ত হলে সাভারের সুপার ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার স্ত্রীর ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় বাসায় এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার বিকালে খাদিজার শারীরিক অবস্থার অবনতি হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আরও কমেছে। তবে বিগত ২৪ ঘণ্টায় রোগী ভর্তির সংখ্যা প্রায় একই রয়েছে। গতকাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিল ১৪২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৪৪ জন এবং ৩২ জন শিশু। এর আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছিল ১৪৯ জন রোগী। ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। এর মধ্যে পুরুষ ১৭ জন, নারী ১১ জন এবং ৫ জন শিশু। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল ৩২ জন।

 

সর্বশেষ খবর