সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় লাঞ্ছিত নগরনেতা চট্টগ্রামে চেয়ার ছোড়াছুড়ি

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় লাঞ্ছিত নগরনেতা চট্টগ্রামে চেয়ার ছোড়াছুড়ি

চট্টগ্রামে গতকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবদলের দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি -বাংলাদেশ প্রতিদিন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচি পালন করতে গিয়ে কয়েকটি এলাকায় নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে মারামারির ঘটনা ঘটে। চট্টগ্রামেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এদিকে কর্মসূচি পালন করতে গিয়ে পটুয়াখালীতেও             হাতাহাতির ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা :  জিয়ার কবরে ফুল দেওয়ার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা কর্মী-সমর্থকদের রোষানলে পড়েন। এর মধ্যে উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তাকে কিল-ঘুষি দিয়ে গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান ও যুগ্ম-সম্পাদক এ জি এম শামসুল ইসলামকে ধাওয়া করেন নেতা-কর্মীরা। তবে তারা পরিস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যান। আঞ্জুকে মারধরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তৃণমূলের নেতা-কর্মীদের। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ-বিক্ষোভ তৃণমূলের। সম্প্রতি তাদের বিরুদ্ধে অভিযোগ, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাছাই করতে এরই মধ্যে মনোনয়ন-বাণিজ্য শুরু করে দিয়েছেন মহানগর উত্তরের সংশ্লিষ্ট নেতারা। তারা কাউন্সিলর নির্ধারণ করতে গিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এতে প্রতিটি থানা বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা এসব অভিযোগ বিএনপির হাইকমান্ডকে অবগত করলেও কোনো সমাধান করতে আসেনি। ক্ষোভের কারণেই জিয়ার কবরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আঞ্জুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল নেতা ইসমাইল হোসেন বলেন, বিক্ষুব্ধদের প্রধান টার্গেট ছিল সংগঠনের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান, যুগ্ম-সম্পাদক এ জি এম শামসুল ইসলাম ও দফতর সম্পাদক এ বি এম রাজ্জাকের দিকে। তবে তারা পালিয়ে যাওয়ায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুকে কিল, ঘুষি, লাথি মারা ছাড়াও তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। পরে তিনিও দৌড়ে পালিয়ে যান।

চট্টগ্রাম : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলাকালে চট্টগ্রাম মহানগর যুবদলের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা হলেন, নগর যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, হুমায়ুন আহমদ বাবু ও শাহ আলম। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিলেও জুয়েলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে নগরীর নাসিমন ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নগর যুবদলের কমিটিতে বাদ পড়া পদপ্রত্যাশী বহিরাগত যুবদল নামধারী শামসু গ্রুপের সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে নগর যুবদলের দায়িত্বশীল নেতারা অভিযোগ করেছেন। সংঘর্ষ চলাকালে মারামারি ও বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ সময় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেন, ‘সমাবেশ চলাকালে আমাদের কর্মীরা স্লোগান দিতে থাকলে ৪০-৫০ জন বহিরাগত যুবক তাদের ওপর হামলা চালায়।

পটুয়াখালী : জেলা শহরের শেরেবাংলা পাঠাগারে আলোচনা সভা চলাকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই নেতার কর্মী-সমর্থকরা হাতাহাতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সভার কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও পরে জেলা বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সর্বশেষ খবর