শিরোনাম
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মোহাম্মদপুরে উচ্ছেদ নিয়ে উত্তেজনা ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ নিয়ে সিটি করপোরেশনের অভিযানের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে ডিএনসিসির দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল তাজমহল রোডের সি-ব্লকের খেলার মাঠ ও পার্কের দক্ষিণ-পশ্চিম কোনায় থাকা একটি টিনশেড উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, তাজমহল রোড মাঠের একাংশে গড়ে তোলা ওই ঘরটি জামি’আ বাইতুল আমান মিনার মসজিদ ও ইসলামী কেন্দ্রের রান্না ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ঘরটি ভাঙতে গেলে প্রথমে মাদ্রাসার শিক্ষার্থীরা সিটি করপোরেশনের কর্মী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে গরম পানি, মরিচের গুঁড়া এবং ইটপাটকেল ছোড়ে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসাছাত্রদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাজমুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষার্থী জানায়, ওই ঘরটি প্রায় ৬০০ ছাত্রের রান্নার কাজে ব্যবহৃত হতো। আমরা বলেছিলাম আমাদের বিকল্প একটি জায়গা দিয়ে ঘরটি ভাঙতে। কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা না রেখে সেটা ভেঙে দেওয়া হয়। ইটের আঘাতে আমাদের এক ছাত্র আহত হয়েছে। প্রায় আধা ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ডিএনসিসির কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়রা মাদ্রাসার শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আধাপাকা ওই ঘরটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, রাজধানীর মাঠ ও পার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় তাজমহল রোড মাঠেরও সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজ চলছে। ইতিমধ্যে নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা ছয় মাস আগে থেকেই মাদ্রাসা কমিটির লোকজনকে বোঝানোর চেষ্টা করেছি। আলাদা জায়গায় রান্নাঘর তৈরি করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু তারা মানেননি। এ জন্য উচ্ছেদ করা হয়েছে।

সর্বশেষ খবর