সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। জানা গেছে, সংঘর্ষে জড়ানো দুই গ্রুপের মধ্যে রয়েছে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসি। এর আগেও শনিবার রাত পৌনে ১২টার দিকে সোহরাওয়ার্দী হলের মোড়ে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ চুজ  ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয়ের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ান। গতকাল দুপুরের ঘটনা সম্পর্কে জানা গেছে, মূলত  সোহরাওয়ার্দী হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সিএফসি গ্রুপের কয়েকজন  নেতা-কর্মী সোহরাওয়ার্দী হল দখল করতে গেলে বিজয় গ্রুপের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। পরবর্তীতে সিএফসি গ্রুপের নেতা-কর্মীরা  সোহরাওয়ার্দী হলে ও বিজয় গ্রুপের নেতা-কর্মীরা আলাওল ও এফ রহমান হলে অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এদিকে শাটল ট্রেন চলাচল বন্ধের বিষয়ে রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ‘সকালে কে বা কারা কদমতলী থেকে শাটল ট্রেনের এক চালককে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় সকাল থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ আছে।’ এ বিষয়ে চবি প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, ‘শাটল ট্রেনের চালককে অপহরণ করা হয়েছে। সে জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশা করি দ্রুত চলাচল স্বাভাবিক হবে।’

সর্বশেষ খবর