সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
সাঁওতাল হত্যা মামলা

চার্জশিট থেকে মূল আসামিকে বাদ দেওয়ায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচার দাবি ও সম্প্রতি পিবিআইয়ের দাখিলকৃত চার্জশিটে মূল আসামির নাম বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল দুপুরে বিক্ষোভ এবং ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সাঁওতাল জনগোষ্ঠী ও ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির লোকজন। প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার আদিবাসী সাঁওতাল পল্লী জয়পুর, মাদারপুর থেকে সহস্রাধিক সাঁওতাল নারী-পুরুষ লাল ফ্লাগ ও ফেস্টুন-ব্যানারসহ প্রায় ১২ কিলোমিটার পথ হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১২টায় গোবিন্দগঞ্জের থানা মোড় এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্ক, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, অর্থ সম্পাদক হবিবর রহমান, মামলার বাদী থমাস হেমব্রম, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, যুব ইউনিয়নের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম মিজান প্রমুখ। প্রসঙ্গত, ২০১৬ সালে খামারের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে তিনজন সাঁওতাল মারা যান।

সর্বশেষ খবর