সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা নির্যাতনে জড়িত সেনাদের শাস্তি দেবে মিয়ানমার

প্রতিদিন ডেস্ক

দুই বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে   রোহিঙ্গা নির্যাতনে জড়িত সেনাসদস্যদের কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেওয়া হবে বলে জানিয়েছে  দেশটির সেনাপ্রধান। নতুন একটি তদন্তে  রোহিঙ্গা নির্যাতনে সেনাসদস্যদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রয়টার্স গতকাল জানায়, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং’র ওয়েবসাইটে উল্লেখ করা হয়, সম্প্রতি সেনাবাহিনীর একটি আদালত রাখাইন অঞ্চলে অনুসন্ধান চালিয়েছে। সেখানে তারা একটি রোহিঙ্গা গ্রামে সামরিক অভিযানকালে ‘কিছু ক্ষেত্রে সেনাসদস্যরা নির্দেশ পালনে দুর্বলতা প্রদর্শন করেছে বলে প্রমাণ পেয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র তুন তুন নি রয়টার্সকে জানান, ‘সামরিক ওই তদন্তের তথ্য গোপনীয়। এ ব্যাপারে জানার অধিকার আমাদের নেই।’ পুরো প্রক্রিয়া শেষ হলে আরেকটি বিবৃতি দেওয়া হবে বলে জানান তিনি।

২০১৮ সালে বার্তা সংস্থা এপি একটি প্রতিবেদনে জানায়, রাখাইনের গুতারপাইন গ্রামে পাঁচটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। তবে সরকার  সেসময় জানায়, ১৯ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং তাদের মরদেহ ‘সচেতনভাবে সমাধিস্থ’ করা হয়েছে।

সর্বশেষ খবর