শিরোনাম
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে

আওয়ামী লীগের দখলে মানিকগঞ্জের পুরো রাজনীতির মাঠ। দলে প্রকাশ্যে কোনো কোন্দল নেই। ইউনিয়ন থেকে শুরু করে জেলার সর্বত্রই আওয়ামী লীগ। রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ রাস্তার মোড়সহ সর্বত্রই সরকারদলীয় নেতাদের তোরণ, পোস্টার, ব্যানার। জেলার কোথাও অন্য দলের অস্তিত্ব বোঝাই যায় না। জেলায় উন্নয়নের পাশাপাশি রাজনীতিতে একক আধিপত্য বিস্তার করে আছে আওয়ামী লীগ। তবে রাজনৈতিক চর্চা ঝিমিয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে বেশির ভাগ অঙ্গসংগঠন চলছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহৎ গণতান্ত্রিক দল হলেও প্রায় সব অঙ্গসংগঠনের কমিটি মেয়াদোত্তীর্ণ। দীর্ঘদিন কমিটি না হওয়ায় নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না। নতুন কমিটি হলে ঝিমিয়ে পড়া রাজনীতি পুনরুজ্জীবিত হবে এবং রাজনীতির বিকাশ ঘটবে।’ ২০১৫ সালের ১ সেপ্টম্বর  কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে। অন্যদিকে মানিকগঞ্জ পৌর কমিটির সভাপতি মোনয়েম খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা নানা কর্মকান্ডে ভূমিকা রাখছেন।

সর্বশেষ খবর