বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি

মানিকগঞ্জে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। মাঝেমধ্যে কর্মসূচি হাতে নিলেও অনুমতি মিলছে না প্রশাসনের। ফলে কোনো কর্মসূচিই সফল হচ্ছে না তাদের। এ ছাড়া দলীয় বিভক্তির কারণে ২১ বছরেও পূর্ণাঙ্গ হয়নি জেলা কমিটি। একসময়ের বিএনপির ঘাঁটি দলীয় কোন্দলে আজ দ্বিধাবিভক্ত। ফলে দলটি পুনরুদ্ধার করতে পারছে না তাদের আগের অবস্থান। জানা যায়, প্রয়াত মন্ত্রী হারুন অর রশিদ খান মুন্নুকে জেলা আহ্বায়ক ও জামিলুর রশীদ খানকে যুগ্ম-আহ্বায়ক করে ১৯৯৮ সালে কমিটি করা হয়। সে কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই ২০০১ সালে ভেঙে যায়। এভাবেই দলটি এক যুগ চলার পর ২০১৩ সালে আফরোজা খান রিতাকে সভাপতি ও মঈনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে  ১৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। দীর্ঘ সময় পার হলেও সে কমিটি পূর্ণাঙ্গ হয়নি। রাখতে পারেনি কোনো ভূমিকা। অবশেষে চলতি বছর ১ মে আবার ৬৩ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়। এ কমিটিতে অ্যাডভোকেট জামিলুর রশীদ খানকে আহ্বায়ক এবং এস এ কবীর জিন্নাকে সদস্যসচিব করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক জামিলুর রশীদ খান বলেন, ‘বর্তমানে জেলায় কোনো রাজনৈতিক পরিবেশ নেই। আমাদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। নেতা-কর্মীদের ব্যানার-ফ্যাস্টুন ছিঁড়ে ফেলা হয়। আমাদের নেতা-কর্মীরা এখনো মামলা-মোকদ্দমার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এত জুলুম-নির্যাতনের মধ্যেও আমাদের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছেন। এখন দলে কোনো গ্রুপিং নেই। সুষ্ঠু পরিবেশ হলেই বিএনপি তার ঘাঁটি পুনরুদ্ধার করবে। ইতিমধ্যে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা কমিটি করার প্রক্রিয়া চলছে। দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটি হওয়ার পর জেলা কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’

সর্বশেষ খবর