বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

টিকে আছে জাতীয় পার্টি

একসময় মানিকগঞ্জে জাতীয় পার্টির একচ্ছত্র আধিপত্য ছিল। সে সময় জাতীয় পার্টির একাধিক প্রভাবশালী মন্ত্রীও ছিলেন জেলায়। কালের বিবর্তনে জাতীয় পার্টি আজ কোনোরকমে টিকে আছে। নামে মাত্র কর্মসূচি পালন করে অস্তিত্ব টিকিয়ে রেখেছে তারা। বিএনপি-জামায়াতের মতো নেতা-কর্মীরা পালিয়ে না বেড়ালেও ভালো অবস্থানে নেই জাতীয় পার্টি। মাঝেমধ্যে দায়সারাভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে দেখা যায়। অনেক আগেই মূল দলসহ সব অঙ্গসংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়েছে। সুষ্ঠু কমিটি গঠন করা নিয়েও শঙ্কা রয়েছে তাদের। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ বলেন, ‘জাতীয় পার্টি আগের অবস্থানে না থাকলেও রাজনীতির মাঠে রয়েছে। গত সংসদ নির্বাচনে দুটি আসনে আমাদের প্রার্থী ছিল। সরকারি দলের চাপে আমরা অসহায় ছিলাম। মূল দলসহ সব অঙ্গসংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়েছে। এখন জেলা জাতীয় পার্টিসহ সব অঙ্গসংগঠনের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা রয়েছেন ঘাপটি মেরে। একসময় মানিকগঞ্জেও জামায়াতের শক্ত ঘাঁটি ছিল। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডে দ-িত মীর কাসেম আলীর বাড়ি মানিকগঞ্জে। সেই সুবাদে অনেক নেতা-কর্মী দাপটের সঙ্গে চলেছেন।  এখন জামায়াত করেন বলে কেউ স্বীকার করেন না। অনেকেই আবার প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আশ্রয় নিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর