বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোগী কমেছে, উৎকণ্ঠা কাটেনি

২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৩ জন, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

রোগী কমেছে, উৎকণ্ঠা কাটেনি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ১০ শতাংশ কমেছে। তবে প্রতিদিনই ঘটছে মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। গতকাল খুলনায় ডেঙ্গু জ্বরে একজন নারী মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ বছর সরকারি হিসাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭৪৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৭৪৬ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৮ হাজার ৮১১ জন। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৯ জন। এ বছর ডেঙ্গু জ্বরে মৃত সন্দেহে ১৮৮ জনের তথ্য পর্যালোচনা করছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ৫৭ জনের ডেঙ্গু জ্বরে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গতকাল খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম (৬০) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন। তিনি সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের বাকি বিল্লাহর স্ত্রী। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মৃত্যু হলো মোট ৮ জনের। খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনন্দ মোহন সাহা জানান, রহিমা বেগম ও তার স্বামী বাকি বিল্লাহ দুজনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার বিকালে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রহিমা বেগম মারা যান। স্ত্রীর মৃত্যুর পর বাকি বিল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯২১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৪ জন, এর মধ্যে নতুন রোগী ১৭ জন।

বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই কমছে। গতকাল বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে গত সোমবার চিকিৎসাধীন ছিলেন ২৫৯ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৩২৫ জন রোগী। চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৪ হাজার ৯৫ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ১১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন।

গতকাল চিকিৎসাধীন ছিলেন ১০৯ জন ডেঙ্গু রোগী। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯১৭ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৮০২ জন।

সর্বশেষ খবর