বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধর্ষণের অভিযোগে পুলিশসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, এসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় পুলিশ অফিসার পরিচয়ে এক নারীকে ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেছেন ওই নারী। আসামিদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত এসআই খাইরুলকে আটক করা না হলেও তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকালে যশোরের পুলিশ সুপার মঈনুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খাইরুলকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু তাকে নিয়ে কথা উঠেছে, তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারেন, এ কারণে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এদিকে পুলিশের এক প্রেসনোটে বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই নারী গত মঙ্গলবার রাতে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ের একজনকে আসামি করে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করলে সেটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা আকারে রেকর্ড করা হয়। সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে চার আসামির মধ্যে তিনজনকে আটক করা হয়। আসামিদের মধ্যে বাকি একজন পুলিশ, নাকি বাইরের কেউ- সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে প্রধান করে এ কমিটি করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার ও যশোর সদর কোর্টের কোর্ট পরিদর্শক। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ভোররাতের দিকে শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খাইরুল, তার সোর্স কামরুল ও এলাকার আরও দুজন লক্ষণপুর গ্রামের এক নারীর (৩০) বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। এক পর্যায়ে এসআই খাইরুল ও সোর্স কামরুল ওই নারীকে জোর করে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন।

সর্বশেষ খবর