বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ভিকারুননিসার ছাত্রীর মৃত্যু

বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮২০ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮২০ ডেঙ্গু রোগী

ইসরা তাসকিন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা আবার বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮২০ জন। এদিকে গতকাল ডেঙ্গুতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মিলেনিয়াম হার্ট ও জেনারেল হাসপাতালের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ মেহেদী হাসান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকারুননিসার শিক্ষার্থী ইসরা তাসকিন (১৩) মারা গেছে। গতকাল সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিলেনিয়াম হার্ট ও জেনারেল হাসপাতালেই সে মারা যায়। ইসরা তাসকিন ভিকারুননিসা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাসা রাজধানীর আজিমপুরে। সে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপুর বড় মেয়ে। পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে ইসরা তাসকিন, তার বাবা-মা ও একমাত্র ছোট বোন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইসরার অবস্থার অবনতি হলে ২৬ আগস্ট তাকে মিলেনিয়াম হার্ট ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল সে। এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন করে ভর্তি হওয়া ৮২০ রোগীর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৪৫ জন, ঢাকার বাইরে ৪৭৫ জন। গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৭৮৩ জন। সরকারিভাবে ৫৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ৭৩ হাজার ৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৬৯ হাজার ৭৮৫ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৫৮৮ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৯৮৯ জন। অন্যান্য বিভাগে এ সংখ্যা ১ হাজার ৫৯৯ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর