বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রতারণা ও জবরদখলের অভিযোগ

এমপি ফারুক চৌধুরীর নামে শালিসি মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আদালতে আরবিট্রেশন (শালিসি) মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের এই সভাপতির বিরুদ্ধে অংশীদারির ভিত্তিতে পরিচালিত একটি কোম্পানির ব্যাংক হিসাব থেকে কয়েক কোটি টাকা সরিয়ে নেওয়া, প্রতারণা, হুমকি-ধমকি ও জোর করে একটি ভবন দখলের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ঢাকা জেলা জজ আদালতে মামলাটি দায়ের হয়েছে। মামলার বাদী কে এম মোস্তাফিজুর রহমান। তিনি থীম রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আর ওমর ফারুক চৌধুরী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। মামলায় মোস্তাফিজুর রহমান কোম্পানির অন্য দুই অংশীদারকেও বিবাদী করেছেন। তবে মূল অভিযোগ তোলা হয়েছে আলোচিত এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। মামলার কাগজপত্রে দেখা গেছে, ওমর ফারুক চৌধুরী কোম্পানির ৩৫ শতাংশের মালিক। আর মোস্তাফিজুর রহমান মালিক ২৫ শতাংশের। এ ছাড়া দুজন পরিচালকের মালিকানা আছে ২০ শতাংশ করে। থীম রিয়েল এস্টেট কোম্পানি দেশের বিভিন্ন স্থানে বহুতল ভবন নির্মাণ করে। এরপর ভবনের ফ্ল্যাট ও দোকানপাট বিক্রি করে। রাজশাহীতেও ‘থীম ওমর প্লাজা’ নামের একটি ১০ তলা ভবন নির্মাণ করেছে এ কোম্পানি। আর ফারুক চৌধুরীর সঙ্গে মোস্তাফিজের দ্বন্দ্ব এ ভবন নিয়েই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর