বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অবৈধ দখলদারদের টনক নড়েছে

খুলনায় উচ্ছেদ অভিযানে দেড় একর জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় উচ্ছেদ কার্যক্রমে ময়ূর নদের বেদখল হওয়া প্রায় দেড় একর জায়গা উদ্ধার করেছে জেলা প্রশাসন। গত চার দিনে অভিযানে প্রায় ৩৮টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, ময়ূর নদীর পাশে দরগা রোড ও কাশেমনগর এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা বহুতল ভবন, টিনশেড বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান, সেমি পাকা ঘর ও গাছপালা উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসনের সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযানে শুরুর দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাইকিং, নোটিস দেওয়া হলেও দখলদাররা তা আমলে নেয়নি। দরগা রোডে নদীর জায়গায় থাকা চারতলা ভবনটি গুঁড়িয়ে দেওয়ার পরই দখলদারদের টনক নড়েছে। এখন নিজ উদ্যোগে অনেকে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে শুরু করেছে। খুলনা সিটি করপোরেশনের এস্টেট অফিসার নূরুজ্জামান তালুকদার জানান, অধিকাংশ ক্ষেত্রে দুই শতক বা তিন শতক জমি দখল করে বহুতল ভবন গড়ে উঠেছে। একটি ভবন উচ্ছেদে কমপক্ষে দুই থেকে তিন দিন লাগে। এ ছাড়া নদীর তীরে নরম বালু মাটিতে স্কেভেটর দিয়ে কাজ করা ঝুঁকিপূর্ণ। এ কারণে উচ্ছেদ অভিযানে কিছুটা সময় লাগছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর