শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের রাজনীতি ত্রিমুখী

সাতক্ষীরায় আওয়ামী লীগের সাংগঠনিক গতি নেই। জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে সহযোগী সংগঠনগুলো চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। ফলে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। জেলা সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সাংগঠনিক কোনো তৎপরতা নেই। জেলা সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে গ্রুপিং ও সমন্বয়হীনতায় হতাশায় দলের ত্যাগী নেতা-কর্মীরা। এ ছাড়া দলীয় এমপিরা গড়ে তুলেছেন নিজস্ব বলয়। যে কারণে জেলা আওয়ামী লীগের রাজনীতি এখন ত্রিমুখী হয়ে পড়েছে। জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে ৭-৮ বছর আগে। উপজেলা নির্বাচনে জেলার কয়েকটি উপজেলায় স্থানীয় এমপিরা নৌকার বিপক্ষে অবস্থান নেন। ফলে বিরোধ আরও চাঙ্গা হয়। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলের জেলা সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ ছাড়া সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের সঙ্গে রয়েছে জেলা সভাপতির চরম বিরোধ। সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি জেলাব্যাপী নিজস্ব একটি শক্তিশালী বলয় তৈরি করেছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ জানান, জেলা কমিটির মধ্যে  কোন্দল এখন নেই। নৌকা প্রতীকের বিপক্ষে ভোট করা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটি বাস্তবায়ন করা হবে। অচিরেই উপজেলা কমিটির কাউন্সিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর