শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিষ্ক্রিয় জাতীয় পার্টি বসে নেই জামায়াত

সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও ন্যাপের কোনো উল্লেখযোগ্য দলীয় কার্যক্রম নেই সাতক্ষীরায়। আর জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কার্যক্রম অনেকটাই নিস্ক্রিয়। বিশেষ করে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলের জেলা পর্যায়ের নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ভেঙে পড়েছেন। ’৯৬ সালের জাতীয় নির্বাচনে ভোট  বিশ্লেষণ করলে দেখা যায়, ভোটের দিক থেকে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও জামায়াতের পরেই জাতীয় পার্টির অবস্থান। আর বিএনপির অবস্থান চতুর্থ। জেলায় জামায়াতের প্রকাশ্যে কোনো কর্মসূচি না থাকলেও দলটি সাতক্ষীরায় বেশ শক্তিশালী। সরকারের চাপে প্রকাশ্যে তাদের কোনো কর্মসূচি নেই। তবে তারা গোপনে সাংগঠনিক তৎপরতা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর