শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
যশোরে ধর্ষণের ঘটনা

ডাক্তারি পরীক্ষায় মিলল আলামত, ডিএনএ টেস্টের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খাইরুল আলমের নেতৃত্বে এক আসামির স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাতে ধর্ষণের আলামত মিলেছে। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করা হবে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফ আহমেদ জানান, মেডিকেল পরীক্ষায় ওই নারীর বিশেষ অঙ্গে শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গেছে। এখন অভিযুক্ত ব্যক্তিরাই এ ঘটনার জন্য দায়ী কিনা- তা ডিএনএ টেস্টে প্রমাণ হতে পারে। এদিকে যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, ধর্ষণের আলামত ঢাকায় সিআইডির ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় আটক তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য গতকাল আদালতের কাছে আবেদন করা হয়। আদালত আগামী ৮ সেপ্টেম্বর এ আবেদনের শুনানির দিন ধার্য করেছে। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ভোররাতে স্থানীয় গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খাইরুল আলম ও তার সোর্স কামরুল ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ দাবি করছে, আসামির তালিকায় এসআই খাইরুন্ডে নাম নেই। এ ঘটনায় অন্য তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং এসআই খায়রুলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মঈনুল হক দাবি করেছেন, অভিযুক্ত চারজনকে ওই নারীর মুখোমুখী করা হলে তিনি তিনজনকে শনাক্ত করতে পারলেও এসআই খাইরুলকে শনাক্ত করতে পারেননি। তারপরও তদন্ত কার্যক্রম ও অন্যান্য বিষয়ে এসআই খাইরুল যাতে কোনো ধরনের প্রভাব সৃষ্টি করতে না পারে- সে জন্য তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ হোক, বা যে বা যারাই জড়িত থাকুক- কেউ রেহাই পাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর