শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুপুরে আত্মসমর্পণ রাতে বন্দুকযুদ্ধে নিহত বেলাল

প্রতিদিন ডেস্ক

দুপুরে সশরীরে থানায় এসে আত্মসমর্পণ করার পর রাতেই কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বেলাল। এ ছাড়া বন্দুকযুদ্ধে আরও নিহত হয়েছেন সাতক্ষীরায় পাঁচ হত্যা মামলার আসামি হুমায়ন কবির ওরফে কবিরুল ইসলাম। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো বিবরণ-

চট্টগ্রাম : থানায় এসে আত্মসমর্পণের কয়েক ঘণ্টা পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বেলাল। পুলিশের ভাষ্য অনুযায়ী, গতকাল রাতে নগরীর খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বেলাল নগরীর আমবাগান রেলওয়ে কলোনিতে বসবাস করতেন। তার বিরুদ্ধে খুন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে। সাতক্ষীরা : সাতক্ষীরার কুচপুকুর এলাকা থেকে হুমায়ন কবির ওরফে কবিরুল ইসলাম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কুচপুকুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে। পুলিশের দাবি, গতকাল ভোর রাতে বাইপাস সড়কের কুচপুকুর এলাকায় দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির সময় তার মৃত্যু হয়েছে। তবে নিহতের স্ত্রী চম্পা জানিয়েছেন পুলিশের গুলিতে তার স্বামীর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর