শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষায় ২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকবে না। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে শ্রেণিকক্ষে ধারাবাহিক ভাবে। গতকাল সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল হোসেন এ কথা জানান। ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ। যা ২০০৫ সালে ছিল ৫৩ দশমিক ৫ শতাংশ।

গণশিক্ষা সচিব আরও বলেন, ২০২১ সাল থেকে প্রাথমিকে নতুন শিক্ষাক্রম শুরু হবে। তার আগে আগামী বছর ১০০টি স্কুলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেওয়ার বিষয়টি পরীক্ষামূলক ভাবে দেখা হবে। এরপরের বছর ২০২১ সাল থেকে সারা দেশে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পুরোপুরি তুলে দেওয়া হবে। এরপর পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীর আচার-আচরণসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে গ্রেড দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, এটি প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইল চালাচালি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর