শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ৭৯৩ জন মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯৩ জন। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর এবং চট্টগ্রামে মোট দুজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ৭৫ হাজার ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৬১৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৩৩৭ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর ৪১টি হাসপাতালে ৩২৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৬৮ জনসহ সর্বমোট ৭৯৩ জন ভর্তি হয়েছেন। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেলে ৬১, মিটফোর্ডে ৫৭, ঢাকা শিশু হাসপাতালে ৭, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৬, বিএসএমএমইউতে ১৪, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৩, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ১, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৪ ও কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ২ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ২৩৫ জন ভর্তি হয়েছেন। বেসরকারি অন্যান্য হাসপাতাল-ক্লিনিকে ৯০ জনসহ ঢাকা শহরে সর্বমোট ৩২৫ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে ৪৬৮ জন ভর্তি হয়েছেন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ১০১, চট্টগ্রাম বিভাগে ৮৯, খুলনায় ১৪১, রংপুরে ৮, রাজশাহীতে ৪৬, বরিশালে ৫৭, সিলেটে ৯ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, ডেঙ্গু জ¦রে ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ছিলাধরচর মহল্লার জিলানী শিকদার রবিন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গতকাল ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ছিলাধরচর মহল্লার কামরুজ্জামান শিকদারের ছেলে। জিলানী এ বছর ভাঙ্গা সরকারি কে এম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। রবিনের চাচা রমজান শিকদার জানান, রবিন ৮ দিন আগে ভাঙ্গা থেকে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হলে তাকে প্রথম ফরিদপুর মেডিকেল কলেজ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ দুই দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। চট্টগ্রামে আবু সৈয়দ (৩০) নামে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু সৈয়দ নগরীর কোতোয়ালি থানার চাক্তাই আসাদগঞ্জ ইসলাম কলোনির মো. সালামের ছেলে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে আবু সৈয়দকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরিক অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর