সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আন্দোলন-পুনর্গঠনে কৌশলী বিএনপি

রাজনৈতিক হামলা-মামলা ও পুলিশের গ্রেফতার আতঙ্কে মাঠের রাজনীতিতে পিছিয়ে পড়েছে বিএনপি। তবে গত ২৫ জুলাই খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়েছে বিএনপি। এক্ষেত্রে সরকার পতনের আন্দোলনের পরিবর্তে সামাজিক সমস্যা নিরসনের দাবিতে জনসম্পৃক্ততা বাড়াতে কৌশলী ভূমিকা নিয়েছে দলটি। বিএনপির নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত দিনে রাজনৈতিক প্রতিকূলতায় তৃণমূলে অফিসকেন্দ্রিক কর্মসূচি ছাড়া বিএনপি অন্য কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে মাঠ পর্যায়ে ঘুরে দাঁড়াতে দলে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম বলেন, শক্তিশালী সংগঠন ছাড়া কার্যকর আন্দোলন গড়ে তোলা যায় না। খুলনায় মহাসমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকীর বড় কর্মসূচিতে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছে। তাদের মধ্যে দমন-নিপীড়নের যে ভীতি কাজ করছিল তার বাইরে এসে তারা রাজপথে নেমেছে। এদিকে জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, বিএনপি এখন দলের পুনর্গঠনের দিকে নজর দিয়েছে। তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে। পূর্ণাঙ্গ শক্তি সঞ্চয় করেই বিএনপি চূড়ান্ত আন্দোলনে মাঠে নামবে।

সর্বশেষ খবর