সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় বহিপীর

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় বহিপীর

ঢাকা থিয়েটার মঞ্চ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘বহিপীর’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলের ২৪তম প্রযোজনার নাটক।

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন আফরিন হুদা তোড়া। ঊনিশ শতকের শেষভাগ বা বিশ শতকের সূচনালগ্নের পটভূমিতে ‘বহিপীর’ নাটকটি রচনা করেছেন সৈয়দ ওয়ালীউল্লাহ। জমিদার হাশেম আলি সূর্যাস্ত আইনে জমিদারি হারাতে বসেছেন। যা রক্ষা করতে বজরায় করে স্ত্রী খোদেজা ও পুত্র কাশেমকে নিয়ে রওনা হন। পথে তাদের বজরায়             ঠাঁই পায় সদ্য বিবাহিতা তরুণী তাহেরা ও বৃদ্ধ বহিপীর। দীর্ঘদিনের মুরিদানার গুরু দক্ষিণার পরিবর্তে পাওয়া স্ত্রী তাহেরা। বহিপীর যখন তার স্ত্রীকে উদ্ধারের প্রচেষ্টারত ঠিক তখনই জীবন সচেতন হাশেম যে কোনো মূল্যেই পীরের কাছ থেকে তাহেরাকে রক্ষা করতে চায়। জমিদারের স্ত্রী যেন চিরায়িত মুসলিম বাঙালি নারীর চিন্তার প্রকাশ। তাহেরা কার আশ্রিতা হবে তাই নিয়ে চিন্তা যখন চূড়ান্তে পৌঁছায় তখন হাশেম তার জমিদারি ধরে রাখতে ব্যর্থ হন। পীর সচেতনতার সঙ্গে অর্থের বিনিময়ে স্ত্রীর সঙ্গে চুক্তিপত্র রচনা করেন। আশ্রিতা তাহেরা কাউকেই খুশি করতে পারে না। সিদ্ধান্তহীনতায় দোদুল্যমান তাহেরা। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহাদুল আমিন, নূরুল আলম, সাফায়েত দুর্জয়, আফরিন হুদা তোড়া, অরনিকা শ্রাবণী অথৈ, শরিফুল ইসলাম প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর