সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অ্যাম্বুলেন্সে মিলল ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ও র‌্যাব। অভিযানে ১৬ হাজার ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৫১টি মামলা করা হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন-  মো. আরমান, মো. মিজানুর রহমান শিকদার ওরফে মিজান ও মো. জান্নাতুল ফেরদৌস আলিফ।

তিনি আরও জানান, শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪ হাজার ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫৫ গ্রাম ৭৯২ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৫২০ গ্রাম গাঁজা ও ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে, র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, শনিবার বিকালে ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে ৯ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেনÑ মো. সবুজ মজুমদার, মো. রিপন ও মীম। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর