সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি খুন

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ অফ্রিকায় দুই বাংলাদেশি খুন হয়েছেন। তাদের দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। বিডিনিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ইস্ট ব্যাটন রুজে এক প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন লাকিস ভ্যালারো গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

নিহত মো. ফিরোজ-উল আমিন (২৯) লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটির ওপর পিএইচডি করার পাশাপাশি ওই গ্যাস স্টেশনে খ-কালীন ক্লার্কের কাজ করতেন। জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে এক বন্দুকধারী ওই গ্যাস স্টেশনের অফিস ভবনে ঢোকে এবং ফিরোজকে গুলি করে ক্যাশ থেকে টাকা নিয়ে চলে যায়। গুলিবিদ্ধ ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। ফিরোজদের বাড়ি গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ সংলগ্ন এলাকায়। গত বছর সেপ্টেম্বরে তার বাবা মারা যান। দুই ভাইবোনের মধ্যে ফিরোজ ছিলেন বড়। তার মৃত্যু সংবাদে ছোট বোন ও মা ভেঙে পড়েছেন বলে ফিরোজের বন্ধুরা জানিয়েছেন। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আরেক বাংলাদেশি রিয়াজ আহমেদ জানান, সামনের ডিসেম্বরে দেশে যাওয়ার কথা ছিল ফিরোজের। তখন তার বিয়ের আয়োজন করছিলেন তার মা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রভিন্সের স্টের্কস্পিরিট পলমিট এলাকায় সন্ত্রাসীরা ইকবাল হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। ইকবাল দোকানে মাল ডেলিভারি দিতে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় কয়েক রাউন্ড গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ইকবালের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ চারয়ানী গ্রামে। উল্লেখ্য, কিছু দিন আগেও দোকানে প্রবেশ করে দুই বাংলাদেশিকে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

সর্বশেষ খবর