মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাস-ট্রাকের পাল্লাপাল্লিতে প্রাণ গেল হেলপারের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাস-ট্রাকের পাল্লাপাল্লিতে এবার সড়কে প্রাণ ঝরল হেলপারের। তার নাম আবদুল কুদ্দুস (৩৫)। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে ডেমরার মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। কুদ্দুসের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার নবীয়াবাজ গ্রামে। বাবার নাম আবদুর রব। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

ঢামেক সূত্র জানায়, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে চলন্ত অবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিচ্ছিল রড বোঝাই একটি ট্রাক। একপর্যায়ে বাসটি পেছন থেকে ট্রাকটির সঙ্গে জোড়ে ধাক্কা লাগে। এতে সামনের গ্লাস ভেঙে কুদ্দুস ছিটকে গেলে তার শরীরে রড ঢুকে যায়। এ ঘটনার পর থেকে বাস-ট্রাকের উভয় চালক পালিয়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় কুদ্দুসকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর ৫টায় মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার এসআই আজিজুল হক জানান, এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা শ্যামলী পরিবহনের বাসটি ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহত শ্যামলী পরিবহনের সুপারভাইজার মনিরুজ্জামান (৩৫) জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন তারা। ভোর সাড়ে ৪টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে দুই লেনে যানজটে অনেক গাড়ি আটকা ছিল। তাদের বাসটি ছিল বাম পাশে, সামনে ছিল রডবোঝাই ট্রাক। তাদের বাসটি বাম পাশ থেকে ডান পাশ হয়ে সামনে যাওয়ার সময় সামনের ট্রাকটি ডানপাশে চলে আসে। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। ট্রাকের পেছনের রড বাসের সামনের দিকে লেগে দেবে যায়। বাসের সামনের গ্লাস ভেঙে পড়ে। বাসের সামনের দিকে দাঁড়িয়ে থাকা হেলপার কুদ্দুসের শরীরে ট্রাকের রড ঢুকে যায়। তিনি সামনের দিকে পড়ে যান। একই সঙ্গে তিনিও পায়ে আঘাত পান। এদিকে আজিমপুরের ফুটপাথ থেকে হাসনা আরা (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। লালবাগ থানার এসআই মোতালেব জানান, ওই নারী রাস্তার পাশেই থাকতেন। গতকাল সকালে আজিমপুরের সততা ডায়াগনস্টিক সেন্টারের সামনের ফুটপাথে হাসনা আরা পড়ে ছিলেন। লাশ উদ্ধারের সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

সর্বশেষ খবর