মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু রোগী কমতির দিকে

রাজশাহীতে নারীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

দেশের বেশিরভাগ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসা শুরু করেছে। গতকাল সকাল পর্যন্ত নতুন করে ৭১৬ রোগী ভর্তি হলেও তা ছিল আগের দিনের চেয়ে ৪৫ জন কম। এদিকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে এক নারী ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা যেমন কমছে, তেমনি কমছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৭১৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগের দিন এ সংখ্যা ছিল ৭৬১ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩০৯১ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে সরকারি ও  বেসরকারি হাসপাতাল মিলিয়ে ঢাকার ৪১টি চিকিৎসা কেন্দ্রে ছিলেন ১ হাজার ৫২২ জন, সারা  দেশে ১ হাজার ৫৬৯ জন। ২৪ ঘণ্টায় চিকিৎসা  শেষে সুস্থ হয়ে ৮৫১ জন রোগী  বাড়ি ফিরে গেছেন। এদিকে রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২৩) নামে এক নারী মারা গেছেন। গতকাল দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। শাপলা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাপলা। কিন্তু ধীরে ধীরে তার কিডনি বিকল হয়ে পড়ে। এতে তিনি মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন ডেঙ্গুর নতুন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। বর্তমানে মোট চিকিৎসাধীন আছেন ৩৫ জন। এর আগে গত ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মালেক নামে এক যুবক মারা যান। বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। গতকাল দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৭৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছিল ৭২জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ২৭ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। গতকাল চিকিৎসাধীন থাকা ৭৯ জন রোগীর মধ্যে ছিলেন পুরুষ ৩৮জন, নারী ২৩ জন এবং শিশু ১৮ জন। নতুন ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে রয়েছেন পুরুষ ১৭জন, মহিলা ১০ জন এবং শিশু ২ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর