শিরোনাম
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের পালে নতুন হাওয়া

মুন্সীগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের এমপি ফজিলাতুন নেসা ইন্দিরাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী করায় আওয়ামী লীগের পালে নতুন হাওয়া বইছে। টানা তিন বার আওয়ামী লীগ সরকার গঠন করলেও এ জেলায় কোনো মন্ত্রী ছিল না। আওয়ামী লীগের জেলাময় রয়েছে একচ্ছত্র আধিপত্য। মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী বিজয়ী হলেও তার প্রতীক ছিল নৌকা।

বর্তমান সরকারের আমলে মুন্সীগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি নিয়মিত এলাকায় যান। সেখানে রাজনৈতিক কোন্দল নেই। মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃণালকান্দি দাসের নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ-গজারিয়ায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি গজারিয়ায় ওষুধ শিল্প পার্ক এবং মীরকাদিমে বিদুৎ কেন্দ্র বাস্তবায়নে ভূমিকা রেখে সুনাম অর্জন করেছেন। এ ছাড়া তিনি এলাকায় উন্নয়নের স্বার্থে জেলায় নতুন পাসপোর্ট অফিস ভবন, নতুন ফুড অফিস ভবন, নতুন পোস্ট অফিস ভবন, আলু গবেষণাগার চালু করেন। এ ছাড়া ফজিলাতুন নেসা ইন্দিরাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে পেয়ে জেলায় আশার আলো জেগেছে। আওয়ামী লীগে এক ভিন্ন আমেজ দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর