শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শক্ত অবস্থানে জাপা ফুরফুরে বিকল্পধারা

মুন্সীগঞ্জে জাতীয় পার্টি বেশ শক্ত অবস্থানে রয়েছে। এরশাদের আইনজীবী ও দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে জাতীয় পার্টি বেশ ভালো। তিনি গত নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে নির্বাচন করেন।

জামায়াতে ইসলামীর ভিত নেই : এ জেলায় জামায়াতে ইসলামীর তেমন কোনো ভিত নাই। ২০০৫ সালের ‘১৭ আগস্ট          দেশের সবকটি জেলায় একযোগে বোমা হামলা হলেও শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলা এ থেকে বাদ পড়ে। এ সরকারের প্রথম দিকে জামায়াত-বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচিতেও মুন্সীগঞ্জে তেমন প্রভাব পড়েনি। এ জেলায় এ দলের তেমন কোনো অস্তিত্ব চোখে পড়ে না।

ফুরফুরে মেজাজে বিকল্পধারা : বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর নিজ জেলা মুন্সীগঞ্জ। তার ছেলে মাহী বি চৌধুরী গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন এবং নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। এ কারণে এখানে বেশ ভালো অবস্থানে আছে দলটি। বদরুদ্দোজা চৌধুরী প্রথম দিকে বিএনপির প্রার্থী হিসেবে এখান থেকে বারবার এমপি নির্বাচিত হয়েছেন। বিএনপির সরকারের সময়ে তিনি রাষ্ট্রপতিও হন।

সর্বশেষ খবর