শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভুয়া প্রত্যয়নে বিমানের কোটি টাকার টেন্ডার

ভুয়া প্রত্যয়ন জমা দিয়েছে সফট টাচ নেটওয়ার্ক লক্ষ্মীপুরে প্রত্যয়নকারী হাসপাতালের অস্তিত্ব নেই

জয়শ্রী ভাদুড়ী

ভুয়া প্রত্যয়নে বিমানের কোটি টাকার টেন্ডার

ভুয়া প্রত্যয়নপত্র দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোটি টাকার টেন্ডার হাতিয়ে নিয়েছে সফট টাচ নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান। বিমান ফ্লাইট ক্যাটারিং সার্ভিসেসের (বিএফসিসি) খাবার সরবরাহের টেন্ডারে ভুয়া হাসপাতালের নামে প্রত্যয়নপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রত্যয়নপত্রে উল্লেখ করা তফুরা খাতুন মেমোরিয়াল হাসপাতাল নামে লক্ষ্মীপুরের রামগঞ্জে কোনো হাসপাতালের অস্তিত্বই নেই। লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিজাম উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তফুরা খাতুন মেমোরিয়াল নামে লক্ষ্মীপুরে কোনো হাসপাতাল নেই। জেলার সব হাসপাতালের তালিকা আমাদের কাছে থাকে। শুধু রামগঞ্জ নয়, পুরো জেলায়ই এই নামে হাসপাতাল নেই। অনুসন্ধানে জানা যায়, গত এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে              খাবার সরবরাহের জন্য বিএফসিসি টেন্ডার আহ্বান করে। জাতীয় ই-জিপি পোর্টালে আহ্বান করা এই টেন্ডার পেতে শুরু হয় দৌড়ঝাঁপ। টেন্ডারে খাবার সরবরাহ সংক্রান্ত অভিজ্ঞতার সনদপত্র জমা দেওয়ার আবশ্যকতা ছিল। এই শর্ত পূরণ করে টেন্ডার পেতে ভুয়া হাসপাতালের প্রত্যয়নপত্র তৈরি করেন সফট টাচ নেটওয়ার্ক প্রতিষ্ঠানের কর্ণধার মো. মশিউর রহমান সোহান। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ভুয়া প্রত্যয়নপত্র জমা দিয়ে খাবার সরবরাহের কোটি টাকার টেন্ডার পান তিনি। গত মে মাস থেকে প্রতিদিন বিমানের ফ্লাইটের প্রয়োজনীয় খাবারের তালিকা অনুযায়ী খাবার সরবরাহ করছেন তিনি। টেন্ডার অনুযায়ী এক বছর তিনি বিএফসিসিতে খাবার সরবরাহ করবেন বলে জানা গেছে। তফুরা খাতুন মেমোরিয়াল মেডিকেল হাসপাতালের নামে তৈরি করা ভুয়া প্রত্যয়নপত্রে দেখা যায়, ‘রাজধানীর তেজগাঁও এলাকার পূর্ব তেজতুরি বাজারের রহমান ম্যানশনের তৃতীয় তলায় সফট টাচ নেটওয়ার্ক প্রতিষ্ঠানের অফিস। গত ২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত মোট ৩ বছর হাসপাতালে মানসম্পন্ন ফলমূল সরবরাহ করেছে এই প্রতিষ্ঠান। বাজারের মানসম্পন্ন ফলমূল সরবরাহে তাদের কাজে আমরা সন্তুষ্ট। রোগীদের জন্য ফলমূল ক্রয়ের স্মারক নং : সূত্র : তখামেহা/ক্রয়/২০১৬/৬১৭৬। এ পর্যন্ত ৮৪ লাখ ৪০ হাজার ৫২০ টাকার ফলমূল সরবরাহ করা হয়েছে।’ প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন তফুরা খাতুন মেমোরিয়াল মেডিকেল হাসপাতালের পরিচালক হিসেবে ডা. আরাফাত হোসাইন ভূঁইয়া। হাসপাতালের ঠিকানা হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উল্লেখ করা হয়েছে। তবে লক্ষ্মীপুরের রামগঞ্জে এই নামে কোনো হাসপাতালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ সাতটি বেসরকারি হাসপাতাল রয়েছে। বেসরকারি হাসপাতালগুলো হলো : জনতা মা ও শিশু হাসপাতাল প্রাইভেট লিমিটেড, মডেল হাসপাতাল প্রাইভেট লিমিটেড, বায়োপ্যাথ হাসপাতাল প্রাইভেট লিমিটেড, উপশম হাসপাতাল প্রাইভেট লিমিটেড, আল-হেলাল হাসপাতাল প্রাইভেট লিমিটেড, নিউ লাইফ হাসপাতাল প্রাইভেট লিমিটেড ও আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড। এ ব্যাপারে সফট টাচ নেটওয়ার্ক প্রতিষ্ঠানের কর্ণধার মো. মশিউর রহমান সোহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মে মাসে আমি ই-জিপিতে টেন্ডার পেয়েছি। রামগঞ্জের কালিকাপুরে এই হাসপাতাল আছে বলে জোর দেন তিনি। জেলা সিভিল সার্জনের বরাত দিয়ে এবং সরেজমিন খোঁজে হাসপাতাল না থাকার বিষয়ে বললে তিনি ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘টেন্ডার পেতে এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে। রামগঞ্জে হাসপাতাল নেই এ বিষয়টি চেপে গেলে আমার উপকার হয়। এই কাজে সহযোগিতা করলে আপনার জন্য সার্বিক সুবিধা নিশ্চিত করা হবে।’ এই জালিয়াতির বিষয়ে বিএফসিসির জেনারেল ম্যানেজার বুশরা ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এরকম কোনো প্রতারণার প্রমাণ পেলে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। টেন্ডার সংক্রান্ত বিষয়ে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘বিএফসিসি বিমানের আরেকটি শাখা। এরকম কোনো প্রতারণার বিষয় আমার জানা নেই। এরকম কোনো প্রতারণা হলে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে। টেন্ডার জালিয়াতির প্রমাণ পেলে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর