শিরোনাম
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঝিমিয়ে পড়া বিএনপি এখন কমিটি নিয়ে ব্যস্ত

জেলায় এক সময়ের দাপুটে বিএনপিতে এখন সুনসান নীরবতা। দীর্ঘ আড়াই বছর পর গত ৬ আগস্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। এরপর বেশ কয়টি অঙ্গদলের কমিটি হয়েছে। আরও কয়েকটির কমিটি গঠন প্রক্রিয়াধীন। কমিটিগুলোতে এবার যুবকদের রাখা হয়েছে। তবে নেতা বানাতে অর্থ-বাণিজ্যের কথা শোনা যায়নি। কমিটি গঠনকে কেন্দ্র করে দলে কিছুটা প্রাণের সঞ্চার হয়েছে। নেতা-কর্মীদের নিয়ে নেতারা সন্ধ্যায় নিয়মিত বসছেন। দলীয় অফিস এখন অনেকটা সরগরম। কমিটি গঠন নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া ও টানাপড়েন আছে। দলের একটি গ্রুপকে কমিটিতে তেমন ভালো পদ দেওয়া হয়নি বলে অভিযোগ আছে। আর বেশ কিছু নেতার বিরুদ্ধে সরকারি দলের সঙ্গে সখ্যের অভিযোগ আছে। রাজনৈতিক ও অর্থঋণ সংক্রান্ত মামলায় দলের সাধারণ সম্পাদক হযরত আলী দেড় বছর ধরে জেলহাজতে রয়েছেন। গত সংসদ নির্বাচনে  হযরত আলীর কন্যা ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেওয়া হয়। তবে নির্বাচনের পর একটি দিনের জন্যও তিনি ঢাকা থেকে শেরপুরে আসেননি। জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল জানিয়েছেন, কমিটি নিয়ে দলে সমস্যা ছিল। তবে কেন্দ্রের নির্দেশে এখন সংগঠন মজবুত করা হচ্ছে। প্রতিটি ইউনিটে কমিটি করা হচ্ছে। অন্যদিকে জেলা জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী অনেকটা অস্তিত্ব সংকটে পড়েছে। জামায়াতের এক সময়ের কান্ডারিরা এখন মিশে গেছে ক্ষমতার সঙ্গে। বাকিদের কোনো সাড়াশব্দ নেই। অন্যান্য ডানবাম দলের কোনো অস্তিত্ব না থাকলেও জাসদের ব্যানারে কিছু কর্মসূচি হচ্ছে।

সর্বশেষ খবর