রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চিত্রায় জমজমাট নৌকাবাইচ

নড়াইল প্রতিনিধি

চিত্রায় জমজমাট নৌকাবাইচ

নড়াইলে চিত্রা নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে গতকাল বিকালে এ বাইচের আয়োজন করা হয়।

বাইচ ঘিরে এদিন চিত্রার দুই পাড় উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন অঞ্চল থেকে নারী-পুরুষনির্বিশেষে হাজারো মানুষের পদচারণে জমে ওঠে প্রতিযোগিতা। বাইচে অংশ নিতে বিভিন্ন অঞ্চল থেকে আসা নৌকাগুলোকে বাহারি সাজে সাজানো হয়। মাঝিমাল্লারা বাদ্য বাজিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় নারীদের ৪টি ও পুরুষদের ৮টি-  মোট ১২টি নৌকা অংশ নেয়। এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এবং কোমল পানীয় প্রাণ গ্রুপের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে চিত্রা নদীর সাবেক ফেরিঘাট থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার জুড়ে নানা বয়সের মানুষের ঢল নামে। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে নৌকাবাইচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর