সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকারে মিশে গেছে আওয়ামী লীগ

সিলেটে আওয়ামী লীগকে এখন সরকার থেকে আলাদা করা কঠিন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকা- এখন সরকারি কর্মসূচিভিত্তিক হয়ে পড়েছে। এ ছাড়া পাঁচ বছর ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলা সিলেট আওয়ামী লীগে স্বাভাবিকভাবেই আছে সাংগঠনিক স্থবিরতা।

স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে সিলেটে সক্রিয় দেখা যায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের। এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কিংবা অন্য             কোনো মন্ত্রী সিলেট সফরে এলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে তোড়জোড় লক্ষ্য করা যায়। সবাই মন্ত্রীকে স্বাগত জানাতে ছুটে যান বিমানবন্দরে। এ ছাড়া সরকার যখন কোনো কর্মসূচি গ্রহণ করে, তখনই নেতাদের মাঠে দেখা যায়। কিন্তু দলীয় কোনো কর্মসূচি, মিছিল, সমাবেশ নিয়ে দীর্ঘদিন ধরে সিলেট আওয়ামী লীগ মাঠে সক্রিয় নয়। ফলে সাধারণ নেতা-কর্মীরা অনেকটা ঝিমিয়ে পড়ছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, রাজনীতির মাঠে প্রতিপক্ষ বলতে এখন কেউ নেই। বিএনপি একেবারেই দুর্বল। তাদের নিজেদের অস্তিত্ব নিয়েই টানাটানি। আওয়ামী লীগ একা থাকায় রাজপথের কর্মসূচি কিছুটা কম। তবে কেন্দ্রীয় কর্মসূচি আমরা পালন করছি গুরুত্ব দিয়েই। সিলেট জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান মারা যাওয়ার পর গেল কয়েক বছর ধরে জেলা আওয়ামী লীগ চলছে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে। ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান বয়সের ভারে ন্যুব্জ। তিনি দলীয় কর্মসূচিতে একেবারেই সক্রিয় নন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, কর্মসূচি কিছুটা কম থাকলেও সিলেটে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কেন্দ্র যখন আমাদের সম্মেলন করতে বলবে, আমরা তখনই করতে প্রস্তুত।

সর্বশেষ খবর