সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মহাসমাবেশ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন ছন্নছাড়া, অগোছালো এক দল। দলটির নেতা-কর্মীদের মধ্যে হতাশা। সিলেটে বিএনপির অবস্থা করুণ। সিলেট জেলা ও মহানগর কমিটির মেয়াদ নেই। সম্মেলনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করতে গিয়েও বিপাকে পড়েছে কেন্দ্রীয় বিএনপি। এরকম অবস্থায় সিলেটে সাংগঠনিক কার্যক্রমে গতি এনে তৃণমূলকে জাগিয়ে তুলতে মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি। এর মাধ্যমে তারা ঘুরে দাঁড়াতে চায়।

মামলার ভয়ে তৃণমূল নেতা-কর্মীরা রাজনৈতিক কর্মকান্ড যথাসম্ভব  এড়িয়ে চলছেন। তাদের রাজনীতিমুখী করা সিলেট বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিলেট মহানগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ড কমিটি, জেলা বিএনপির আওতাধীন ১৩টি উপজেলা ও ৪টি পৌরসভা কমিটির মধ্যে সিংহভাগেরই মেয়াদ শেষ। কয়েকটিতে কমিটিই নেই। এরকম অবস্থায় সিলেটে মহাসমাবেশের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিকে সামনে রেখে এ মহাসমাবেশ দিয়ে নেতা-কর্মীদের চাঙ্গা করতে চাইছেন দায়িত্বশীল নেতারা। জানতে চাইলে সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেন, বিএনপিকে গতিশীল করতে বিভাগীয় মহাসমাবেশের জোর প্রস্তুতি নিচ্ছি আমরা। সিলেট থেকেই ঘুরে দাঁড়ানোর পথে যাত্রা শুরু করতে চায় বিএনপি। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সিলেটে নতুন কমিটি হবে সম্মেলনের মাধ্যমে। এ জন্য আগে আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে কেন্দ্রীয় বিএনপি। আহ্বায়ক কমিটি হয়ে গেলে তিন মাসের মধ্যে সম্মেলন হওয়ার কথা।

সর্বশেষ খবর