সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দিল্লিতে হাসিনা-মোদি বৈঠক ৫ অক্টোবর

কূটনৈতিক প্রতিবেদক

তিন দিনের সফরে আগামী ৩ অক্টোবর নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ৩-৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ইন্ডিয়া ইকোনমিক সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে  সরকার গঠনের পর এটাই হবে ভারতে তার প্রথম সফর।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গতকাল সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কোন্নয়ন ঈর্ষণীয়। সার্বিকভাবে সবকিছুই সেখানে আসবে। আসামের নাগরিকপঞ্জির বিষয়ে ভারতের প্রতিশ্রুতিতে ‘আস্থা’ রেখেছে বাংলাদেশ। চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানা যায়, ইন্ডিয়া ইকোনমিক সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কো-চেয়ার হিসেবে আরও থাকছেন সিঙ্গাপুরের ডেপুটি প্রাইম মিনিস্টার হেং সুয়ে কিয়াত, এ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন সোবানা কামিনেনি, টেনিস তারকা সানিয়া মির্জা ও ভারতীয় বিনিয়োগকারী শৈলেন্দ্র সিং।

সর্বশেষ খবর