মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জোটে বিলীন জাপা, ভোটের সময় দেখা মেলে বামদের

রাজশাহীতে মহাজোটে বিলীন জাতীয় পার্টি। নির্বাচন এলেই আওয়ামী লীগের কাছে কদর বাড়ে দলটির। নির্বাচনের পর দেখা যায় না জাতীয় পার্টির তৎপরতা। বর্তমানে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান আর সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জোটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

বাম দলের সাংগঠনিক তৎপরতা এখানে নেই বললেই চলে। নির্বাচন এলেই তারা দৃশ্যমান হন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে চলাফেরা জাসদের। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ক্ষমতার অংশ হওয়ায় দলটি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দিয়ে বেকায়দায় ফেলেছে ক্ষমতাসীনদের। সিপিবি, বাসদ ও গণসংহতি আন্দোলন মাঝে মাঝে মিছিল করে নিজেদের অবস্থান জানান দেয়। নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট মোড়ে ওয়ার্কার্স পার্টির কার্যালয়। এমপি ফজলে হোসেন বাদশা এলে কার্যালয়টিতে নেতা-কর্মীদের ব্যাপক ভিড় দেখা যায়। আর অন্য সময় প্রায় ফাঁকা। নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু জানান, ‘ওয়ার্কার্স পার্টি ছাড়া রাজশাহীতে অন্য বামদলগুলোর তেমন কার্যক্রম নেই। তারা দলকে শক্তিশালী করতে মাঠে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন দল থেকে ওয়ার্কার্স পার্টিতে এ সময়ে যোগদানও করেছেন অনেকে।’

সর্বশেষ খবর