মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দ্বন্দ্ব ভুলে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

রাজশাহীতে শক্ত অবস্থান ছিল বিএনপির। নেতৃত্বের দ্বন্দ্বে ১১ বছর ধরে হাতছাড়া দুর্গ। তবে আবারও সে দুর্গ উদ্ধার করতে চায় দলটি।

কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, হারানো দুর্গ ফিরে পাওয়া বিএনপির লক্ষ্য।

বর্তমানে নগর বিএনপি দুই ভাগে বিভক্ত। একদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। অন্যদিকে নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। সিটি নির্বাচনে মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মাঠে নামেননি মিনুর অনুসারীরা। ফলে ভরাডুবি হয় বুলবুলের। এরপরই সংসদ নির্বাচনে মিজানুর রহমান মিনু মনোনয়ন পেলে বুলবুলের অনুসারীরা ছিলেন অনেকটা নিশ্চুপ। ফলে মিনুরও পরাজয় হয়।

রাজশাহী জেলা বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন সাবেক এমপি নাদিম মোস্তফা। তিনি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন দীর্ঘ কয়েক বছর। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ঘোষিত কমিটি থেকে বাদ পড়েন নাদিম। এরপর নতুন কমিটিতে তোফাজ্জল হোসেন তপু সভাপতি ও মতিউর রহমান মন্টু সাধারণ সম্পাদক পদ পান। কিন্তু তারাও কোনো চমক দেখাতে পারেননি।

সর্বশেষ খবর