মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ডেঙ্গু রোগী বাড়ছেই

খুলনায় ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

তিন দিন ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সারা দেশে গতকাল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫৩ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ৬১৯ জন। পরশু হাসপাতালে ভর্তি হন ৫২৭ জন। এদিকে গতকাল খুলনায় ২৪ ঘণ্টায় ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, মো. খবিরুদ্দিন নামে ৫০ বছরের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান। তার বাড়ি যশোরের অভয়নগর এলাকায়। এর আগে রবিবার রাতে রাফিত নামে ৮ মাসের আরেক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাফিত যশোরের মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে। এদিকে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৯২ জন। এর মধ্যে ঢাকার ভিতরে ২৪৩ জন, ঢাকার বাইরে ৪৪৯ জন। নতুন করে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার ভিতরে রয়েছেন ১৯৩ জন, আর ঢাকার বাইরে ৪৬০ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৫০৭ জন। এর মধ্যে ঢাকায় ৯৮৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৫২৪ জন।

সর্বশেষ খবর