বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্ষোভ-বিক্ষোভে বহাল তবিয়তে আওয়ামী লীগ

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্য ও ৮ জন দলীয় উপজেলা চেয়ারম্যান রয়েছেন। এ জেলায় দল সুসংহত আছে বলে মনে করেন জেলার শীর্ষ নেতারা।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে দলের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতি হিসেবে নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নাম ঘোষণা করেন। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে জেলা নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। জেলা কমিটিতে এমন কিছু নেতাকে কো-অপ্ট করা হয়েছে যাদের সক্রিয় নেতা-কর্মীরা চেনেন না। কিছু নেতা দলীয় কার্যক্রমে অংশ নেন না। কেবল বড় কোনো অনুষ্ঠান হলে তাদের দেখা যায়। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও দলীয় কার্যক্রমের চেয়ে গ্রুপিং-লবিংয়ে ব্যস্ত রয়েছে। অনেক উপজেলায় কিছু সহযোগী সংগঠনের সম্মেলন হলেও অভ্যন্তরীণ দলাদলির কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর