বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বার্ধক্যের কবলে জাপা ফেরারি জামায়াত

চাঁদপুর জেলা জাতীয় পার্টি সভাপতি নূরুল হক বাচ্চু মিয়াজী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর দলীয় কার্যক্রম তেমন একটা চোখে পড়েনি। সাধারণ সম্পাদককে সম্মেলনের পর চাঁদপুরে পা রাখতেও দেখা যায়নি। বর্তমানে বার্ধক্যের কবলে জেলা জাপার সহ-সভাপতি শেখ আবদুল লতিফ, জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি মজিবুল হক মৃধা, সদর উপজেলা জাপা সভাপতি শেখ আবদুল মান্নান ও পৌর জাপা সভাপতি সিরাজুল ইসলাম। উপজেলা কমিটিগুলো ভেঙে দিলেও এখন পর্যন্ত নতুন কমিটি হয়নি। গণফোরামের কার্যক্রম জেলা সভাপতি সেলিম আকবর অনেকটা গতিশীল করলেও উপজেলাগুলোতে তেমন গতি নেই। বামদলের অবস্থান জেলায় আবদুল্লা সরকারের সময় বেশ সক্রিয় ছিল। বর্তমানে তাদের রাজনীতি মানববন্ধনে সীমাবদ্ধ। জামায়াতে ইসলামীর দলীয় কার্যক্রম নীরবে চলছে। বিগত ৯ বছর জেলা-উপজেলায় দলীয় কার্যালয় একেবারেই বন্ধ রয়েছে। প্রকাশ্য রাজনৈতিক কর্মকা  পরিচালনা করতে পারছে না দলটি। শহর জামায়াতের আমির মো. শাহজাহান মিয়া জানান, সীমাহীন নির্যাতনে প্রথম সারির ২০-২৫ জন নেতার বিরুদ্ধে ২০-২৫টি করে মামলা রয়েছে। ফলে নেতা-কর্মীরা বাড়িতে ঈদের আনন্দও পরিবারের সঙ্গে করতে পারেননি।

সর্বশেষ খবর